মতলব উত্তর

মতলবে বিষ দিয়ে রেনু পোনা নিধনের অভিযোগ

মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে ‘বাধঁন হ্যাচারী ও নার্সারী’ এর একটি পুকুরে চাষকৃত রেনু পোনা বিষ দিয়ে নিধনের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ১৫ মে দিনগত রাতে দুর্বিত্তরা পুকুরে বিষ দেয়। এতে প্রায় লক্ষাধিক রেনু পোনা মরে যায়।

এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করেন বাধঁন হ্যাচারীর স্বত্ত্বাধিকারী বলাই চন্দ্র দাস। অভিযোগ পেয়ে এএসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বলাই চন্দ্র দাস বলেন, আমার সাথে পূর্ব শত্রুতার জেড় ধরে নিশ্চিন্তপুর স্কুলের পূর্ব পাশের্^ রেনু পোনা চাষকৃত একটি পুকুরে দুর্বিত্তরা বিষ দেয়। পর দিন বুধবার সকালে পুকুরে গিয়ে দেখি মাছ সব মরে যাচ্ছে। দ্রুত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের বিষয় অবহিত করি এবং থানায় অভিযোগ দাখিল করেছি। কে বা কাহারা এ কাজ করেছে তা দেখিনি। বিষ দেওয়াতে লক্ষাধিক রেনু পোনা মরে গেছে।

করেসপন্ডেন্ট, মতলব উত্তর
আপডেট, বাংলাদেশ সময় ০৯ :০৬ পিএম, ২২ মে ২০১৭, সোমবার
এইউ

Share