Home / চাঁদপুর / ‘চাঁদপুরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করবো’

‘চাঁদপুরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করবো’

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল বলেছেন, চাঁদপুরকে মাদক, বালবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করবো। একটি মেডিকেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করবো।

সোমবার (১২ ডিসেম্বের) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে তৃতীয় তলার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর পরিচালনায় সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেয়া হয়নি। বর্তমানে আমরা যে ৪ চেয়াম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছি তারা প্রত্যেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছি।

তিনি আরো বলেন, চাঁদপুর আমার জন্মভূমি। বর্তমানে আমি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাথে জড়িত। চাঁদপুরের উন্নয়নে কিছু করার ইচ্ছা নিয়েই এই নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমার নির্বাচনী প্রতিক ঘোড়া। আজকের এই সংবাদ সম্মেলনে একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের লেখনির মাধ্যমে সকল ভোটারদের কাছে ভোট এবং চাঁদপুর বাসীর কাছে দোয়া কামনা করছি।

তিনি বলেন, আমি কথা দিচ্ছি জেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হলে আমি চাঁদপুরের উন্নয়নে নিজেকে উজাড় করে দিবো। সততার সাথে আমি আমার দায়িত্ব পালন করবো। চাঁদপুরকে মাদক, বালবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করবো। একটি মেডিকেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করবো। আমার দ্বারা এসব সম্ভব হবে। কারণ, বর্তমানে স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ দেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জনত্রেী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের এই জোয়ারে চাঁদপুরকে আরো বেশি সামিল করতে আমি আমার সর্বাত্তক চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিএম শাহীন, ফটোজার্নারিস্ট অ্যাসোশিয়েসনের সভাপতি এমএ লতিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল গোস্বামি, স্বেচ্ছাসেক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজি সাহিদুল হকসহ চাঁদপুরে কর্মকরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও প্রর্থীর সমর্থকবৃন্দ।

প্রতিবেদক-আশিক বিন রহিম ।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ২৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার
এইউ

Leave a Reply