চাঁদপুর

বিজয় দিবসে ‘টাইমস’ পরিবারের প্রীতি ক্রিকেট ম্যাচ

শুভ জন্মদিন বাংলাদেশ। আজ মহান বিজয় দিবস। চলতে চলতে বাংলাদেশ আজ পা দিলো ৪৯ বছর বয়সে।এই দিনে বাংলাদেশ নামক দেশটি পৃথিবীর মানচিত্রের ছোট এক কোনায় আসন গেড়ে বসে। ভাঙ্গে পরাধীনতার শৃঙ্খল। ভাঙ্গে শঙ্কা আর ভয় ।

এ চলার পথে কত-শত বাঁধার সম্মুক্ষিন হলো প্রিয় মাতৃভূমি। তবুও এগিয়ে চলছে। বাংলাদেশের জন্মদিন উপলক্ষে চাঁদপুর টাইমস পরিবার নেয় অনন্য এক উদ্যোগ।

সোমবার টাইমস পরিবারের সদস্যদের নিয়ে চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠে আয়োজন করে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। এই অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন টাইমস পরিবারের মোস্তফাকা কামাল।

টুর্নামেন্টে মূলত টাইমস পরিবারের দুইটি দল ‘চাঁদপুর টাইমস’ এবং ‘টাইমস কমিউনিকেশন’ এই দু’ভাগে ভাগ হয়ে অনুষ্ঠিত হয়।

খেলা শুরু হয় সকাল সাড়ে ৮টায়। দুই দলের অধিনায়ক প্রথমে টস করে। টসে জয় লাভ করে ‘চাঁদপুর টাইমস’ অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে, ‘টাইমস কমিউনিকেশন’ অধিনায়ক টসে হেরে ব্যাটিংয়ে যায়। খেলাটি মোট ১৪ ওভারে হয়।’ টাইমস কমিউনিকেশন ‘ এর ব্যাটসম্যানরা শুরু থেকেই রক্ষনার্থক ভঙ্গিমায় খেলতে থাকে।

টাইমস কমিউনিকেশন সর্বমোট ১০০ রান করে ৫ উইকেট হারিয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে স্বাচ্ছন্দেই ব্যাট করতে থাকে ‘চাঁদপুর টাইমস ‘। মাত্র ১২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে।

প্রতিবেদক : ইমতিয়াজ আহমেদ, ডিসেম্বর ১৬, ২০১৯

Share