শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চাঁদপুরসহ কয়েকটি জেলার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মহাবিপদ সংকেত দেখানোর পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ মে) সকালে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নং-১২) চাঁদপুরসহ অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতাধীন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কারণে বিকাল সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট থেকে সর্বশেষ ফেরি কপোতাক্ষ ১০টি ট্রাক নিয়ে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে।

শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিকাল সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কমে গেলে আবার স্বাভাবিকভাবে ফেরি চলাচল করবে।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৭ মে ২০২৪

Share