মহান বিজয় দিবসে শনিবার (১৬ ডিসেম্বর) চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যনুযায়ী চাঁদপুর সদর উপজেলা বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে মিলাদ, দোয়া আলোচনা ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানিজিং কমিটির সদস্য, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অংশ গ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মালেক বেপারীর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, দাতা সদস্য জিএম জহিরুল ইসলাম, বিদ্যাউৎসাহী ওমর ফারুক তালুকদার প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ১০ শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হোসেন, আবু বকর, মতিয়া গাজী।
আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়য়ে শিক্ষার্থীদের অংশ্র গ্রহণে উপস্থিত বক্তিতা ও দেশাত্ববোধক গানের প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ম্যানিজিং কমিটির সদস্য, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিথ ছিলেন।
চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্র ইউনিয়নের চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্বারক উচ্চ বিদ্যালয়ে মিলাদ, দোয়া আলোচনা, ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ে আয়োজনে স্বাধীনতা দিবসের উপর আলোচনা অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক ওয়ালি উল্যাহর সভাপতিত্বে ও সহকারি সুলতান মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যনা খান জাহান আলী কালু।
বক্তব্য রখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক খালেদা খানম, ম্যানিজিং কমিটির সদস্য এসএম সাইফুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ইবু, যুবলীগের নেতা আলমগীর হোসেন।
আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়য়ে ৯ম ও ১০ শ্রেণীর ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের অংশ্র গ্রহণে পৃথক ক্রিকেট প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ম্যানিজিং কমিটির সদস্য, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিথ ছিলেন।
এদিকে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী আদর্শ একাডেমিত যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার ভোর ৬টা ৫ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। সকাল ৭ টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এর পর সকাল ৯ টায় একাডেমি মিলনায়তনে প্রধান শিক্ষক মাওলানা পি.এম গিয়াসউদ্দিন আযমের সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ শাকুর এর পরিচালনায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন বি.এস.সি। এ সময় তিনি স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সবার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন একাডেমী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাবেক জেলা সমবায় কর্মকর্তা আলহাজ্ব সিরাজুল হক মিয়া, আল-আমিন একাডেমি গুনরাজদী শাখার ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দিন, একাডেমি পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা জাকির হোসেন তপাদার, একাডেমি পরিচালনা পরিষদের কো-অর্ডিনেটর রুস্তম খান বিএসসি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাছির হোসেন তপাদার, সহকারী শিক্ষক মাওলানা নুরমোহামদ্দ, মোঃ আরিফ হোসাইন পাটওয়ারী, মোঃ আলাউদ্দিন খান, মাওলানা ইমরান হেসাইন, মাওলানা নোমান পাটওয়ারী সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পরে দোয়া মোনাজাত শেষে সভায় আগতদের মাঝে তবারক বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭, শনিবার
ডিএইচ