বেসরকারী টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার (৩১ মে) দুপুর ১২টায় চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিজয় টিভির চাঁদপুরস্থ স্টাফ রিপোর্টার ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন।
প্রধাণ অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম হলো বিজয় টেলিভিশন । খুব অল্প সময়ে চ্যানেলটি গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশ ও জাতির কল্যাণে কাজ করছে বেসরকারী টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। আজকে এ চ্যানেলটির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আমরা এক সাথে মিলিত হয়েছি। আমরা চাই আরো পাঠকপ্রিয়তা অর্জনের লক্ষ্য নিয়ে চ্যানেলটি গণমানুষের কথা বলবে।
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল-২৪ জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি ল²ণ চন্দ্র সূত্রধর, , শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম, মোহনা টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সহকারী বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ, বিশেষ প্রতিনিধি ইব্রাহীম খান, সিনিয়র স্টাফ রিপোর্টার ও ফটোগ্রাফার কাউছুল উল রাব্বি প্রমুখ।
এছাড়া চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী সুশিল সমাজ, সাংবাদিক ও সূধীজন র্যালিতে অংশগ্রহণ করেন।
বিজয় টিভির ৬ষ্ঠবর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনার শুরুতেই ক্যাম্পাস থেকে বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এসে শেষ হয় ।
সবশেষে বিজয় টিভির চাঁদপুরস্থ স্টাফ রিপোর্টার ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর উপস্থিত সবাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।
(প্রেস বিজ্ঞপ্তি)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur