Home / সারাদেশ / পুনঃনিরীক্ষণে ফেল থেকে জিপিএ-৫সহ পাস করলো ৫১ শিক্ষার্থী
SSC Pass
ফাইল ছবি

পুনঃনিরীক্ষণে ফেল থেকে জিপিএ-৫সহ পাস করলো ৫১ শিক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে মোট ৫২৯ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে ৫১ জন শিক্ষার্থী পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৮ জন এবং প্রাপ্ত জিপিএ গ্রেড পরিবর্তন হয়েছে ৪৫০ জনের। ঘোষিত ফলাফলে ফেল থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ও পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) চট্টগ্রাম শিক্ষাবোর্ড পুনঃনিরীক্ষণের এ তালিকা প্রকাশ করে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তাওয়ারিত আলম জানান, এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য এবছর ২৩ হাজার ৩৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিল। এজন্য ৫৩ হাজার ৫১০টি উত্তরপত্র পুনরায় নিরীক্ষণ করা হয়। নিরীক্ষণে মোট ৫২৯ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল করা একজন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছে।

গত ৬ মে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৯৪ জন।

(সমকাল)

Leave a Reply