Home / তথ্য প্রযুক্তি / বিকল্প পন্থায় ফেসবুক ব্যবহারকারীদের ধরা হচ্ছে
বিকল্প পন্থায় ফেসবুক ব্যবহারকারীদের ধরা হচ্ছে

বিকল্প পন্থায় ফেসবুক ব্যবহারকারীদের ধরা হচ্ছে

বিকল্প পন্থায় ফেসবুক ব্যবহারকারীদের প্রয়োজন হলে ধরা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী।

রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান টেলিযোগাযোগ সচিব।

‘ফেসবুক বন্ধ থাকলেও বিকল্প পন্থায় গোয়েন্দা সংস্থা ব্যবহার করছে, মন্ত্রিসভার সদস্যও ব্যবহার করছেন, তাহলে সাধারণ মানুষ কেন ব্যবহার করতে পারবে না?’ জানতে চাইলে সচিব বলেন, ‘গোয়েন্দা সংস্থা বিকল্প পথে ফেসবুক ব্যবহার করছে না, গোয়েন্দাগিরি করছে। বিকল্প পন্থায় যারা ব্যবহার (ফেসবুক) করছেন তারা প্রত্যেকে গোয়েন্দা সংস্থার নজরদারির মুখে আছেন। আমরা সবাইকে ধরছি না, যাকে ধরার তাকেই ধরছি।’

গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক, ভাইবারসহ বেশকয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। তবে মন্ত্রিসভার সদস্যসহ সরকারের অনেক উচ্চপদস্থত কর্মকর্তারা বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন।

নিউজ ডেস্ক || আপডেট: ০৭:৩৫ পিএম,  ২৯ নভেম্বর ২০১৫, রোববার

এমআরআর