জিসান আহমেদ নান্নুঃ চাঁদপুর কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খায়রুল আবেদীন স্বপন বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে চাঁদপুরের আদালতে একটি মামলার হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারকি আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এ দিকে কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খায়রুল আবেদীন স্বপনের নিঃস্বর্থ মুক্তির দাবি জানিয়েছে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক শিক্ষা প্রতি মন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলনসহ দলীয় নেতা কর্মীরা। কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুন নবী সুমনের পাঠানো এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur