Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / পশ্চিম সকদী ডিবি উবির বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ ম্যাজিক প্রদর্শন
পশ্চিম সকদী ডিবি উবির বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ ম্যাজিক প্রদর্শন
ফাইল ছবি

পশ্চিম সকদী ডিবি উবির বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ ম্যাজিক প্রদর্শন

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ননের পশ্চিম সকদী ডি বি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ ম্যাজিক প্রদর্শন বৃহস্পতিবার (১৬মার্চ) সম্পন্ন হয়েছে।

সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. শরীয়ত উল্যাহ মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম মিয়া, চন্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী হরিপদ দত্ত। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আলাউদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন।

সহকারী প্রধান শিক্ষক মো. হান্নানুর রহমানের সার্বিক সহযোগিতায় ক্রীড়া পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক একেএম মামুনুর রশিদ চৌধুরী।

অতিথিদের বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, দাতা সদস্য অধ্যাপক রাশেদ গাজী, অভিভাবক সদস্য শরিফ হোসেন পাটওয়ারী, খলিলুর রহমান তালুকদার, গিয়াস উদ্দিন পাটওয়ারী, রুহুল আমিন পাঠান, কুসুম বেগম (সংরক্ষিত মহিলা), শিক্ষক প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন, জাকির হোসেন তালুকদার, নাসরিন আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষীকাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবেদক-আশিক বিন রহিম
।। আপডটে,বাংলাদশে সময় ১০ : ৩৫ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

এইউ

Leave a Reply