Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / বারআনী একাদশ কোয়াটার ফাইনালে
barani-quater-final

বারআনী একাদশ কোয়াটার ফাইনালে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম খেলায় উপজেলার ছেয়ংগারচর পৌরসভার বারআনী ফুটবল একাদশ ৩-০ গোলে একই পৌরসভার শিকিরচর ফুটবল একাদশকে হারিয়েছে।

এ খেলায় জয়লাভ করায় ছেংগারচর পৌরসভার বারআনী ফুটবল একাদশ কোয়াটার ফাইনালের খেলার গৌরব অর্জন করেছে।

১৮ নভেম্বর সোমবারের উত্তেজনাপূর্ন ম্যাচ দেখতে উপজেলার ছেংগারচর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রেমিদর্শক উপসিস্থতি ছিলো সবচেয়ে বেশি। এ টুর্নামেন্ট কমিটির সভাপতি হিসাবে দায়িত্বে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাড.মোহসিন মিয়া মানিক।

এদিন বিকেল ৩টার সময় উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নকআউট ভিত্তিক টুর্নামেন্টের এ পঞ্চম খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার প্রধান রেফারী ছিলেন ঢাকা থেকে আগত মোঃ সমির। খেলার ধারাবিবরণীতে ছিলেন, সাংবাদিক মোঃ কামাল হোসেন খান।

এসময় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এনামুল আলম সিদ্দিকী দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য এবং উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ রেফায়েত উল্লাহ দর্জি, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ বোরহান উদ্দিন প্রধান, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জামান সরকার,

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, টুর্নামেন্টে কমিটির সদস্য ও ছেংগারচর পৌরসভার কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালীসহ ছেংগারচর পৌরসভার ক্রীড়া সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও ছেংগারচর পৌর আ’লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এদিকে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম খেলায় উপজেলার ছেয়ংগারচর পৌরসভার বারআনী ফুটবল একাদশ এর কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক নুরুল হক সরকার ও সহকারী কোচ ছিলেন মোঃ চাঁন মিয়া সরকার এবং টিম ম্যানেজার হিসেবে ছিলেন, মোঃ মনির হোসেন সরকার ও ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জনি সরকার।

বারআনী একাদশের হয়ে ৫ জন বিদেশী খেলোয়াড়সহ সকল খেলোয়াড়ই ছিলো ঢাকার বিভিন্ন ক্লাবের এবং জাতীয় ও সাবেক জাতীয় দলের খেলোয়াড়। অপরদিকে বিজিত শিকিরচর একাদশের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ আবুল কামাল আজম।

টুর্নামেন্টের আজকের খেলায় ছেংগারচর পৌরসভার আদুরভিটি গৈপুর ইয়াংম্যান্স ক্লাব বনাম পালালোকদী ফুটবল একাদশ মোকাবেলা করবে।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ১৯ নভেম্বর ২০১৯