Home / সারাদেশ / কুমিল্লায় ময়লার স্তুপে ৭০ বস্তা পেঁয়াজ
IMG_20191119_013945

কুমিল্লায় ময়লার স্তুপে ৭০ বস্তা পেঁয়াজ

কুমিল্লায় আবর্জনার স্তুপে ৭০ বস্তা পচা পেঁয়াজ ফেলে দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ম আবর্জনার স্তুপে এসব পেঁয়াজ ফেলে দেয়া হয়।

এদিকে পেঁয়াজ ফেলে দেয়ার ছবি তুলে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন স্থানীয়রা। ছবিগুলো মুহূর্তে আলোচনার সৃষ্টি করে। খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খাঁনসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা। প্রতি বস্তায় আনুমানিক ৪০ কেজি করে পেয়াজ রয়েছে।

দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, যেখানে পেঁয়াজগুেেলা ফেলে দেয়া হয়েছে ওই অংশটা ময়লার ভাগাড়।

তিনি বলেন, ফেলে দেয়া এসব পেঁয়াজ গৌরীপুর বাজারের ব্যবসায়ী ভাই ভাই এন্টার প্রাইজের বলে জানতে পেরেছি। পচে যাওয়া এসব পেঁয়াজ তারা মায়ানমার থেকে সমুদ্রপথে নিয়ে এসেছিল। কিন্তু বুলবুলের প্রভাবে এসব পেঁয়াজ পচে যাওয়ায় তা ফেলে দেয়া হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি।। ১৯ নভেম্বর ১৯