মা-বাবার অভিযোগে সোহাগ মিয়া (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবীব এ রায় দেন।
সাজাপ্রাপ্ত সোহাগ মিয়া আখাউড়া পৌরশহরের মালদারপাড়ার নূরু মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সকালে বাবা নূরু মিয়া ও মা হোসনা বেগম এলাকাবাসীর সহযোগিতায় ছেলে সোহাগকে অভিযোগসহ পুলিশের হাতে তুলে দেয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে পুলিশ সোহাগকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur