Home / জাতীয় / পানি কমলেও কমছে না বানভাসি দুখীদের দুর্ভোগ
পানি কমলেও কমছে না বানভাসি দুখীদের দুর্ভোগ
বসতভিটা রক্ষায় মনকে শান্তনা দেয়ার মতো বাঁশ দিয়ে ভাঙন থেকে রক্ষার কাজ করছে একটি পরিবার- ছবি: চাঁদপুর টাইমস

পানি কমলেও কমছে না বানভাসি দুখীদের দুর্ভোগ

ধীরে ধীরে বন্যার পানি কমতে শুরু করেছে। এতোদিন পানিবন্দি হয়ে থাকা বানভাসি মানুষের দুর্ভোগের যেনো শেষ নেই! বন্যা পরবর্তী সময়ে ঘুরে দাড়াঁনো নিয়ে-ই এখন চিন্তিত বানভাসি দুখী মানুষ।

বন্যায় ঢাকা জেলার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর গ্রাম তলিয়ে গেছে। পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দি হয়ে আছেন প্রায় দুই’শ পরিবার।

ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ি-ঘর, সঙ্গে ফসলি জমি ও বিভিন্ন সবজির খেত। এ জনপদে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।

বন্যাদুর্গত ক’টি এলাকা ঘুরে দেখা যায়, পাশের বংশী নদীর উপচে পড়া পানিতে তলিয়ে গেছে পুরো রূপনগর। নিচু এলাকা এখনও প্রায় ৫/৮ ফুট পানির নিচে রয়েছে।

অনেকের মৎস্য খামার ছাড়াও ভেসে গেছে শাক-সবজির খেত। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি-ঘরও। ভেসে গেছে লাখ লাখ টাকার মাছ। ঘরে পানি প্রবেশ করায় অনেকে উচু করে টং নির্মাণ করে মানবেতর জীবন-যাপন করছেন।

তবে দুর্যোগের সময়ও প্রশাসনের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি বলে অভিযোগ করেছেন অনেকে। এ নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে।

রূপনগর গ্রামের কৃষক ঈমান আলী বলেন, ‘আমরা এতো কষ্টে আছি, কিন্তু কেউ আজ পর্যন্ত খবর পর্যন্ত নিলো না। সাহায্য তো দূরে থাক।’

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারেননি কুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কালিপদ সরকারও।

তিনি বলেন, ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে এখনও জানা নেই। ক্ষতিগ্রস্তদের কোনো প্রকার সাহায্যও করা হয়নি।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০১:৫০ পিএম, ৯ আগস্ট ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply