Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় আইয়ুব আলী পাটওয়ারীর পক্ষে ব্যাপক গণজোয়ার
গণজোয়ার

কচুয়ায় আইয়ুব আলী পাটওয়ারীর পক্ষে ব্যাপক গণজোয়ার

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী পাটওয়ারীর ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বুধবার ভ‚ঁইয়ারা উচ্চ বিদ্যালয় থেকে শুরু দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে মিছিলে মিছিলে কানায় কানায় পরিপূর্ন হয়। মিছিলটি ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে পালাখাল বাজারের গুরুত্বপূর্ন সড়ক হয়ে উত্তর পালাখাল মোড় প্রদক্ষিন হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পথসভায় মিলিত হয়। এসময় দোয়াত কলম প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারী ভোট চেয়ে ৪নং পালাখাল মডেল ইউনিয়ন গনসংযোগ ও প্রচার-প্রচারনা করেন।

পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,আওয়ামী লীগ নেতা আহসান হাবীব প্রাঞ্জল,ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন,পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ,সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সর্দার,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল,সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক,যুবলীগ নেতা মামুন খন্দকার,সাবেক ছাত্রলীগ নেতা সফিকুর রহমান প্রমুখ।

এসময় আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন,মাসুদ সরকার,মামুন সরকার,সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন রতন সহ কয়েক শতাতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ মে ২০২৪