Home / সারাদেশ / বাচ্চাদের গোসল করাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষ
বাচ্চাদের গোসল করাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষ

বাচ্চাদের গোসল করাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষ

‎Saturday, ‎May ‎23, ‎2015  08:03:20 PM

ছাইদুর রহমান নাঈম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের পূর্ব মথুরাপুর গ্রামের একটি মাছের প্রজেক্টে ছোট বাচ্চাদের গোসল করাকে কেন্দ্র করে পূর্ব মথুরাপুর বাঘের ওয়াহিদ মিয়া ও শাহাপুর বড়বাড়ির সানাউল্লা লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরই জেরে পুলিশ ওয়াহিদ মিয়া (৫০) কে থানায় আটক করে। ওই ঘটনায় শনিবার সকালে শাহাপুর ও মথুরাপুর দু’গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ৫০ জন আহত হয়।

এদেরকে বাজিতপুর সদর হাসপাতাল ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের সাথে মথুরাপুর গ্রামের সংঘর্ষ বাদলেও বাস্তবে দেখা যায় শাহপুরের পক্ষ নিয়ে দিঘীরপাড় ইউপি ৭-৮ গ্রাম কৈলাগ ইউপি ৫-৬টি গ্রাম দিলালপুর ইউপি ২-৩টি গ্রাম আরও বিভিন্ন ইউপির ৭-৮টি গ্রামের লোকজন শাহপুরের পক্ষে যোগ দিয়ে মথুরাপুর গ্রামে সুসজ্জিতভাবে হামলা করেন। এই সময় ১০-১৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়।

গুলিবিদ্ধ হন লাল মিয়া (৭০) কিতাব আলী (৭৫), রাতিব (১৮) মামুন (১৯) এ ছাড়া মারাক্ত যখম হয় (এদের মধ্যে রাজু আহম্মেদ (৬৭), জুয়েল মিয়া (১৮), ফরিদ মিয়া (৩৫) শিপা (১৪) কাজল মিয়া (২৫) সানাউল্লা মিয়া (৩৮) নাদিম মিয়া (১৪) ডিগ্রি পরীক্ষার্থী হোসেন মিয়া (২২) আতর আলী (৩৫) রোমান (৪০) শাওন (২৯) ফালু (৩৫) স্বাধীন (২০) সহ অর্ধশত আহত হয়েছে।

এছাড়া দুই শতাধিক বাড়ি ঘর ভাংচুরসহ ব্যাপক লুটতরাজ এলাকাায় বিরাজ করছে থমথমে পরিবেশ।

এ বিষয়ে বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এজেডএম সারজিল হাসান জানান, এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সার্বক্ষণিক আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাজিতপুর থানার এ এসপির সার্কেল কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, পাকুন্দিয়ার এ.এসপি মোঃ জামাল উদ্দিন, বাজিতপুর থানার এ.এসপি মৃত্যুঞ্জয়ী দে সজল, বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহা ঘটনার স্থল পরির্দশন করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।