Home / চাঁদপুর / চাঁদপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৫০দিনব্যাপি প্রশিক্ষণ শুরু
adm

চাঁদপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৫০দিনব্যাপি প্রশিক্ষণ শুরু

চাঁদপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৫০ দিনব্যাপি টেইলারিং ও বিউটিফিকেশন ট্রেড প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে শহর সমাজ সেবা কার্যালয়ে হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাইদুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

এ সময় অন্যান্য অতিথি ও চাঁদপুরের হিজড়া সম্প্রদায়ের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এরপূর্বে এ ধরনের প্রশিক্ষণ দেয়া হয় হিজড়াদেরকে। এছাড়াও সমাজ সেবা অধিদপ্তর এসব ট্রেনিং প্রাপ্তদের কর্মমূখী ও মুলধারার জনসাধারণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অর্থ দিয়েও সহযোগিতা করে আসছেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক