Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বসতঘর পুড়ে ছাই : খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা
বসতঘর পুড়ে ছাই

কচুয়ায় বসতঘর পুড়ে ছাই : খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা

চাঁদপুরের কচুয়ায় আগুনে ছোটবড় ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। ৩ আগস্ট সোমবার রাতে উপজেলার বরইগাঁও গ্রামের শাহপুর বেপারী বাড়ির আলী আরশাদের ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত আলী আরশাদ জানান, তার বাড়ি সংলগ্ন বৈদ্যুতিক তারে একটি গাছ ভেঙ্গে পড়ে তাৎক্ষণিক গৃহে আগুন ছড়িয়ে পড়ে। এসময় গৃহে থাকা লোকজনের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ও কচুয়া উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে গৃহে থাকা নগদ ৩৫ হাজার টাকা ,প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ইউনিয়ন যুবলীগের আহŸায়ক সফিউল্যাহ সফি জানান, আলী আরশাদ আমাদের গ্রামের একজন নিরীহ মানুষ। মাস খানেক পূর্বে তার ছেলের একটি সিএনজি চুরি হয়। বর্তমানে গরুসহ অন্যান্য মালামাল বিক্রি করে ঘরে রাখা নগদ টাকা ও মালামাল পুড়ে তিনি নি:স্ব হয়ে যান।

এদিকে ক্ষতিগ্রস্তরা তাদের শেষ সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ৪ আগস্ট ২০২০