Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে আরো একজনের করোনা শনাক্ত : বলাখাল বাজার বন্ধ ঘোষণা
করোনা

হাজীগঞ্জে আরো একজনের করোনা শনাক্ত : বলাখাল বাজার বন্ধ ঘোষণা

হাজীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডে (৩৫) বছরের এক পুরুষের করোনা রির্পোট পজেটিভ এসেছে। এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় মোট ১৩ জন আক্রান্ত হয়েছেন।

২ জুন মঙ্গলবার রাতে চাঁদপুর- সিভিল সার্জন অফিস থেকে আসা তথ্যমতে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা এইচ এম সোয়েব আহমেদ চিশতি এ খবর নিশ্চিত করেছেন।
রাতেই হাজীগঞ্জ থানার পুলিশ বলাখাল ভূঁইয়া বাড়ীসহ আক্রান্ত ব্যক্তির বসবাস স্থানে লকডাউন ঘোষণা করেন।

বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিজি বলেন, আক্রান্ত ব্যক্তি ঢাকা নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসে। পরে আমরা স্থানীয়রা মিলে তাকে উপজেলা হাসপাতালে নমুনা টেষ্টের সেম্পল দেওয়ার জন্য পাঠাই। এখন তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

হাজীগঞ্জ বাজারের সাথে মিল রেখে এবং এলাকায় করোনা রোগী শনাক্তকৃত হওয়ায় বলাখাল বাজার আগামি ১৩ জুন পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ২ জুন ২০২০