দুঃখপ্রকাশ ছাড়া কিছুই করার নাই বিটিআরসির । বুধবার (০৩ আগস্ট) রমনায় বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলন করেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
বন্ধ ‘হয়ে যাচ্ছে’ দেশের প্রথম ও একমাত্র সিডিএমএ (কোড ডিভিশন মাল্টিপল অ্যাকসেস) মোবাইল ফোন অপারেটর সিটিসেল। এই অপারেটরটির বর্তমানে গ্রাহকের সংখ্যা প্রায় ৮ লাখ। সিটিসেল বন্ধ হয়ে গেলে এতগুলো গ্রাহকের সংযোগসহ মোবাইল ফোন অকেজো হয়ে পড়বে। তবে এ লোকসানে গ্রাহকদের জন্য দুঃখপ্রকাশ ছাড়া কিছুই করার নাই টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সিটিসেল চালু বা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। তবে বন্ধ হয়ে গেলে গ্রাহকদের জন্য বিটিআরসি দুঃখপ্রকাশ করছে। এছাড়া ‘নেভার-এভার’ কারো ক্ষতিপূরণ দেবে না।
তিনি বলেন, ‘সিটিসেলের একটি প্রতিনিধি দল এসে আলোচনা করে গেছে। এই আলোচনার বিষয়ে বিটিআরসি একটি সার-সংক্ষেপ সরকারকে জানাবে।’ এর উপর ভিত্তি করে সরকার আলোচনার ফলাফল নির্ধারণ করবে বলেও যোগ করেন তিনি।(বাংলামেইল)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৯:০০ পি,এম ০৩ আগস্ট ২০১৬,বুধবার
ইব্রাহীম জুয়েল