Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / বদর দিবসের ইতিহাস আমাদের জানতে হবে: মেয়র লিপন
বদর

বদর দিবসের ইতিহাস আমাদের জানতে হবে: মেয়র লিপন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন বলেন, রমজান মাসে ঐতিহাসিক বদর দিবস ইসলামে উজ্বল নক্ষত্র হয়ে থাকবে। আমরা মুসলিম জাতী হিসাবে এ দিবসের তাৎপর্য জানতে ও জানাতে আরো বড় পরিসরে ইসলামীক আয়োজন দরকার আছে। আজকে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় বদর দিবসে যে কোরানে হাফেজদের মাথায় পাগড়ী প্রদান করা হয়েছে, এ ধারা যেন প্রতিবছর আরো বৃহত্তর আকারে ছড়িয়ে যাবে এ দোয়া ও শুভ কামনা থাকলো।

১৯ এপ্রিল মঙ্গলবার বিকালে টোরাগড় ৭ ও ৮ নং ওয়ার্ড কাজী বাড়ী মাদরাসাতুল মদীনা উন্নয়ন কমিটি কর্তৃক বদর দিবস উপলক্ষে কোরানে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ী প্রদান এবং মিলাদ অনুষ্ঠানে শত শত মুসুল্লির আগমন।

এ সময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহআলম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মনির হোসেন কাজী, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব কাজী কবির হোসেন, পাইলট স্কুল এন্ড কলেজের সহ-প্রধান শিক্ষক হোসাইনুল আজম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ মোস্তফা কামাল প্রমুখ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৯ এপ্রিল ২০২২