Home / চাঁদপুর / চাঁদপুরে বঙ্গমাতার নামানুসারে প্রথম নবজাতকের নাম রাখা হলো ‘রেনু’
বঙ্গমাতার

চাঁদপুরে বঙ্গমাতার নামানুসারে প্রথম নবজাতকের নাম রাখা হলো ‘রেনু’

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে চাঁদপুর সদর এ অবস্থিত মা ও শিশু কল্যান কেন্দ্রে জন্ম নেয়া প্রথম শিশুটিকে শুভেচ্ছা উপহার প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা প্রশাসন।

১৭ মার্চ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ জেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতক শিশুটির বাবা-মা কেও অভিনন্দন জানান।

এছাড়া শিশুটি মেয়ে হওয়ায় জেলা প্রশাসকের অনুরোধক্রমে মেয়ে শিশুটির ডাক নাম রাখা হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ডাকনাম অনুসরণে ‘রেনু’।

এসময় চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসাইন সজীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,১৮ মার্চ ২০২১