Home / চাঁদপুর / চাঁদপুর বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে আ.লীগের আলোচনা সভা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন

চাঁদপুর বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে আ.লীগের আলোচনা সভা

মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারি রোববার বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মোবাইলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।

তিনি বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু দেশে ফেরার দিনকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়। আমাদেরকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথভাবে পালন করতে হবে। নতুন প্রজন্মের কাছে দিবসটির তাৎপর্য সঠিকভাবে তুলে ধরতে হবে। ৭ মার্চের ভাষন সম্পর্কে যে ভাবে সবাই জানে সে ভাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে রোধ করতে হবে , জাতির জনক সম্পর্কে সত্যিকার ভাবে জানতে হবে। একাত্তরের পরাজিত শক্তিরা হাজার ১৯৭৫ সালের ১৫ আগস্ট এ বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যা করে। এদেশের কিছু অপরিচিত শক্তি আজ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আর যাতে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে সেদিকে লক্ষ্য রেখে সকলকে কাজ করতে হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিজির পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপদপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী মো. হযরত আলী বেপারী, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমন, যুগ্ন-আহবায়ক শিমুল হাসান শাবনু, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, যুবলীগ নেতা আবুল হাসানাত নয়ন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির হোসেন মিজি,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ উসমানী।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের, উপজেলা যুবলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট,১০ জানুয়ারি ২০২১