Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
স্বদেশ প্রত্যাবর্তন, স্বদেশ প্রত্যাবর্তন

ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারি রোববার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন ফরাজী।

ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান, ছেংগারচর পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, ছেংগারচর পৌর যুবলীগ নেতা মাহাবুব আলম বাবু, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, পৌর যুবলীগ নেতা সাহেল মাষ্টার, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুফতি, পৌর যুবলীগ নেতা মোঃ নাজমুল খান, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান, যুবলীগের ১নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আরিফ শিকদার, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামীম প্রধান, ৪নং ওয়ার্ড যুবলীগ নেতা নূরে আলম নয়ন মুফতি, ২নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ইব্রাহিম সরকার, ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মোসলেম দেওয়ান, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন ফকির, মোঃ জামাল চৌধুরী, যুবলীগ নেতা জিল্লুর রহমান, মোঃ রাজিব খান প্রমূখ। এসময় পৌর যুবলীগ নেতা মোঃ শরীফ উল্লাহ সরকার, মাহাবুব আলম ফরাজী, মোঃ মিলন খান, মোঃ বাদল ঢালী, মোঃ ইউসুফ লস্কর, মোঃআরমান কাজী, জসিম উদ্দিন খানসহ পৌর যুবলীগের ৯টি ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনায় এবং প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন,ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ইব্রামি খলিল সালিহী আনন্দপুরী।

সভায় বক্তারা বলেন, ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে বাংলার বিজয়ের পূর্ণতা লাভ করে। বিধস্ত বাংলার অবকাঠামো ও অর্থনীতি পুনরুজ্জীবিত করে একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

নিজস্ব প্রতিবেদক,১০ জানুয়ারি ২০২১