Home / চাঁদপুর / চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় ঢুকে ড্রেজার ব্যবসায়ীকে হত্যা
ফ্ল্যাট বাসায়

চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় ঢুকে ড্রেজার ব্যবসায়ীকে হত্যা

চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় ঢুকে রেহান উদ্দিন মিজি (৫৫) নামে এক ড্রেজার ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে শহরের খান সড়কের তামান্না শারমিন ভিলার তিনতলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রেহান উদ্দিন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আবদুর রব মিজির ছেলে। তার চার সন্তানের মধ্যে তিন মেয়ের বিয়ে হয়েছে, একমাত্র ছেলে ওমানপ্রবাসী। দুই বছর ধরে স্ত্রী পারভীন বেগমকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকছেন তিনি। পারভীন আক্তার দুই দিন আগে বাবার বাড়ি বেড়াতে যান।

২৪ জুন বৃহস্পতিবার সকালে স্বামীকে কয়েকবার ফোন দিয়ে না পেয়ে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া মরিয়ম আক্তারকে খোঁজ নিতে বলেন।

মরিয়ম আক্তার বলেন, খোঁজ নিতে গিয়ে দেখি তাদের বাসার দরজা বাইরে থেকে আটকানো, তবে তালা নেই। আমি পারভীনকে জানালে তিনি বলেন, হয়তো ঘুমাচ্ছেন। দুপুর ২টার দিকে আবার ফোন করে দরজা খুলে দেখার জন্য বলেন পারভীন। দরজা খুলে দেখি রেহান উদ্দিনের লাশ চাদর দিয়ে ঢাকা অবস্থায় খাটের ওপর পড়ে আছে। পরে বিষয়টি পারভীন এবং বাড়ির মালিককে জানাই।

ফ্ল্যাট বাসায়

বাড়ির মালিক তাফাজ্জল হোসেন তাফু পাটোয়ারী বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাসায় ওঠেন রেহান উদ্দিন। দুপুর ২টা ২০ মিনিটে আমার কাছে খবর আসে বাসায় রেহান উদ্দিনের লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, ডিবি, পিবিআই ও সিআইডি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চাঁদপুরের পরিদর্শক মীর মাহবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনও একসময় তাকে হত্যা করে বাসার দরজা বাইরে থেকে আটকে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,২৪ জুন ২০২১