Home / চাঁদপুর / চাঁদপুরে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সভা
চাঁদপুরে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সভা
Exif_JPEG_420

চাঁদপুরে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সভা

জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে হাজী মহসিন রোডস্থ শিক্ষা গবেষণা কেন্দ্রে শনিবার (১৫ জুলাই)সন্থ্যা ৭ টায় কেন্দ্রিয় কর্মসূচি বাস্তবায়নে এক সভা অনুষ্ঠিত হয় ।

এতে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার আহবায়ক বর্ষীয়ান শিক্ষক নেতা অধ্যক্ষ সাফাযাৎ আহমদ ভূঁইয়া ।

সভার প্রারম্ভে আহবায়ক জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী শিক্ষক নেতা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের বর্ধিত চাঁদা কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার,সরকারি-কর্মচারীদের ন্যায় ৫% প্রবৃদ্ধি,বৈশাখীভাতা,পূর্ণাঙ্গ উৎসব ভাতা,পূর্ণাঙ্গ পেনশন,বাড়ি ও চিকিৎসা ভাতাসহ ১১ দাবি জানিয়ে যে কর্মসূচি ঘোষণা করেন এর ওপর আলোকপাত করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে–১৮ জুলাই সব জেলা সদরে সংবাদ সম্মেলন,২০ জুলাই জেলা সদরে মানবন্ধন,২৩ জুলাই দাবির স্বপক্ষে উপজেলা সদরে মিছিল ও ২৮ জুলাই সব জেলা সদরে শিক্ষক-কর্মচারী সমাবেশ ও জেলা প্রশাসকদের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ।

এসময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান বলেন ।

চাঁদপুরে এ কর্মসূচি পালনে উপস্তিত শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ,সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,বাকশিস নেতা অধ্যাপক সফি্উল আলম শাহাজান,চাঁদপুর জেলা বাকশিসের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাসান আলী,অধ্যক্ষ আবদুল মালেক,অধ্যক্ষ মেজবাউদ্দিন,অধ্যাপক সফি্উল আলম শাহাজান,অধ্যাপক মো.জাকির হোসেন,মাধ্যমিক শিক্ষক নেতা মো.বিলাল হোসেন,মো.মিজানুর রহমান,মো.জাহাঙ্গীর হোসেন ও আবদুল গনি।

নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সদরে ও উপজেলায ওই কর্মসূচি সফর করতে সকল শিক্ষক কর্মচারীদের প্রতি াাহবান জানান।
করেসপন্ডেন্ট
:আপডেট,বাংলাদেশ সময় ৫:৪০ পিএম,১৬ জুলাই ২০১৭,রোববার
ডিএইচ

Leave a Reply