Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ফুলেল শুভেচ্ছায় সিক্ত মতলব উত্তর আ.লীগের আহবায়ক কমিটি
চাঁদপুর মতলব উত্তর, চাঁদপুর মতলব উত্তর

ফুলেল শুভেচ্ছায় সিক্ত মতলব উত্তর আ.লীগের আহবায়ক কমিটি

চাঁদপুর মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক (সম্মেলন প্রস্তুতি) কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম হাওলাদার, যুগ্ম-আহবায়ক সরকার মোঃ আলাউদ্দিন ও মোখলেছুর রহমান মাস্টারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

৪ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ইছাখালী গ্রামে মিয়া মোঃ জাহাঙ্গীর আলম এর বাড়িতে শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক (সম্মেলন প্রস্তুতি) কমিটির সদস্য নূর মোহাম্মদ, কবির হোসেন মাস্টার, গোলাম নবী বাদল, আল মাহমুদ টিটু মোল্লা, সরকার আবুল কালাম আজাদ, অ্যাড. সেলিম মিয়া, উপজেলা আ’লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সদস্য কোলশেদ আলমসহ নেতৃবৃন্দ।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল এর নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। ছেঙ্গারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজীর নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়।

সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকার ও আ’লীগ নেতা মিজানুর রহমানের নেতৃত্বে সাদুল্লাপুর ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। বাগানবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে শুভেচ্ছা জানান।

ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক ইলিয়াছ প্রধানের নেতৃত্বে সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুবলীগ নেতা আবু মুছা, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাছির উদ্দিন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাবেক ছাত্রনেতা রহমত উল্লাহ চৌধুরী ও ষাটনল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টিটুর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে ফতেপুর পশ্চিম ইউনিয়নের নেতৃবৃন্দ শুছেচ্ছা জানান। সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গফুর সরকারের নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানো নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মতলব উত্তর আওয়ামীলীগকে দূর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত কমিটি গঠন করে ঢেলে সাজানো হবে। এজন্য তারা সকলের সহযোগীতা কামনা করেছেন।

এদিকে দীর্ঘ প্রতিক্ষিত মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কমিটি ঘোষণা হওয়ার পর অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নব-গঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও যুগ্ম-আহবায়করা।

উল্লেখ্য দীর্ঘদিন কমিটি না হওয়ায় বাংলাদেশ আ’লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত প্রধান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম এমপি ও সমন্বয়ক আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম হানিফ এমপির নির্দেশে ১ ডিসেম্বর মঙ্গলবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল মেয়াদোত্তীর্ণ মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করেন ও সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে প্রথমে ২১ সদস্য বিশিষ্ট পরে গত বৃহস্পতিবার রাতে ১ জন আহবায়ক ও ৩জন যুগ্ম-আহবায়ক ও ২৮ জন সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।

নব-গঠিত কমিটির নিম্নে সদস্যদের তালিকা ১নং সদস্য অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি। ২নং সদস্য জেলা আ’লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, ৩নং-অ্যাড.রুহুল আমিন, ৪নং-গিয়াস উদ্দিন চৌধুরী,৫নং-মিজানুর রহমান (সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান), ৬নং সদস্য-ঢাকা মহানগর উত্তর আ’লীগের কার্যকরি পরিষদের সদস্য সাজেদুল হোসেন চৌধরী দিপু, ৭নং-মোক্তার হোসেন গাজী,৮নং-শহিদ উল্লাহ মাষ্টার, ৯নং-জাকিয়া সুলতানা সেফালী, ১০নং সদস্য-মোঃ সিরাজ লস্কর, ১১নং সদস্য অ্যাড.মনোয়ার উল্লাহ,১২নং সদস্য-ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ১৩নং সদস্য-বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল, ১৪নং-কবির হোসেন মাষ্টার, ১৫নং- ইসলামবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন, ১৬ নং সদস্য- ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, ১৭ নং সদস্য-ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ১৮নং সদস্য-আবুল কালাম মাষ্টার,১৯নং সদস্য- মোতাহার হোসেন খান সূফল, ২০ নং সদস্য-রফিকুল আলম জর্জ, ২১ নং সদর্স্য-আনিসুর রহমান, ২২ নং সদস্য-অ্যাড.সেলিম মিয়া, ২৩ নং সদস্য-আরিফ উল্লাহ সরকার, ২৪ নং সদস্য-হাবিবা ইসলাম সিফাত, ২৫ নং সদস্য- গোলাম নবী বাদল, ২৬নং সদস্য-আল মাহমুদ টিটু মোল্লা, ২৭নং সদস্য-রাদেশ্যাম সাহা চান্দু বাবু, ২৮ নং সদস্য-মোঃ আসাদুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক,৪ ডিসেম্বর ২০২০