চাঁদপুর

ফিরোজা-হাফেজ এলইডি মিনি ক্রিকেটের ফাইনাল সম্পন্ন

ফিরোজা-হাফেজ এলইডি মিনি ক্রিকেট ফাইনাল খেলা গতকাল ২৬ মে শুক্রবার শহরের ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।

ফাইনাল খেলায় অংশ গ্রহন করে হাজিগঞ্জের একতা স্পেটিং ক্লাব বনাম চাঁদপুরের একুশে স্পেটিং ক্লাব।

খেলায় একতা স্পেটিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে চাঁদপুরের একুশে স্পেটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়।

১৪ ওভারের খেলার প্রথম ইনিংসে একতা স্পেটিং ক্লাব ৮০রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে রনি। দ্বিতীয় অর্ধায়ে একুশে স্পেটিং ক্লাব উইকেটের বিশাল ব্যাবধানে জয়লাভ করে। দলের পক্ষে রাজিব সর্বোচ্চ ৩৬রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা-হাফেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁদপুর চাঁদপুর টাইমস সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেন, ‘যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলা ও সামাজেক কর্মকান্ডে জড়িয়ে রাখতে হবে। তাহলে আগামীতে আমরা একটি সুন্দর সমাজ উপহার দিতো পারবো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলার আব্দুল মালেক বেপারী। টুনামেন্টের আয়োজনে ছিলেন, হৃদয় খান, শাহাদাত হোসেন ও মিজানুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, আনোয়ার খান, শাহআলম গাজী, জামাল ছৈয়াল, সুমন বেপারী, কবির মোল্লা, আক্তার হোসে প্রমুখ।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ০০ পিএম, ২৬ মে ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share