Home / চাঁদপুর / পুরাণবাজারে জনসচেতনতায় ফায়ার সার্ভিসের মহড়া
পুরাণবাজারে জনসচেতনতায়

পুরাণবাজারে জনসচেতনতায় ফায়ার সার্ভিসের মহড়া

অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে সারা দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৭ সেপেটম্বর রোববার বিকালে চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্যশ্রীরামদী নতুন রাস্তায় চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক সাপ্তাহিক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি নিয়ে অগ্নিনির্বাপণের এই মহড়ায় অংশ নেন।

এতে ফায়ার সার্ভিস কর্মিরা উপস্থিত এলাকা বাসিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে আগুন নেভাতে হয় সেই বিষেয়ে প্রশিক্ষণ দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মিরা তাদের জনসেবামূলক কর্মকাণ্ডের অগ্নি-দুর্ঘটনা মোকাবেলায়,ভূমিকম্প,ও বজ্রপাত থেকে নিরাপদ থাকতে করণীয় বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন।

এসময় রাণীনগর চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: এমরান হোসেন, লিডির মো. হেলাল উদ্দিনসহ ফায়ার সার্ভিসের কর্মিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:আশিক বিন রহিম,২৭ সেপেটম্বর ২০২০