Home / বিশেষ সংবাদ / ফাঁসির আদেশের পর বিচারক কেন কলমের নিব ভেঙ্গে ফেলেন!
ফাঁসির আদেশের পর বিচারক কেন কলমের নিব ভেঙ্গে ফেলেন!

ফাঁসির আদেশের পর বিচারক কেন কলমের নিব ভেঙ্গে ফেলেন!

এ কথা অজানা নয় যে, মৃত্যুদণ্ড দেয়ার পরে বিচারক বা বিচারপতিরা কলমের নিব ভেঙে ফেলেন। সে ব্রিটিশ আমল থেকেই এ রেওয়াজ চলে আসছে। কিন্তু কেন?

কারণ একটি নয়, একাধিক। প্রথমত, এটি একটি প্রতীকী বি‌ষয়। ব্যাখ্যা হল, যে কলম একজনের জীবন নিয়ে নিয়েছে,তা’যেন আর কারও জীবন নিতে না-পারে।

দ্বিতীয় ব্যাখ্যাটি এর সঙ্গেই সম্পৃক্ত। বলা হয়, বিচারক বা বিচারপতি ওই মৃত্যুদণ্ড এবং তা’থেকে প্রসূত অপরাধবোধ থেকে নিজেদের দূরে রাখতে চান। সে কারণেই নিবটি ভেঙে ফেলেন।

একজন বিচারক বা বিচারপতি তাঁর দেয়া মৃত্যুদণ্ড ফিরিয়ে নিতে পারেন না। তৃতীয় ব্যাখ্যা হিসেবে বলা হয়, তিনি যাতে কোনোওভাবেই মৃত্যুদণ্ড ফিরিয়ে নেয়ার কথা ভাবতে না পারেন।

শেষ ব্যাখ্যা, সব মৃত্যুই দুঃখের। কিন্তু কখনও মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির প্রয়োজন হয়ে পড়ে। তাই কলমের নিব ভেঙে ফেলা হয় এটা বোঝাতে যে, মৃত্যুদণ্ড দুঃখজনক ব্যাপার।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ০২: ১০ পিএম, ২৮ মার্চ ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply