ফরিদগঞ্জ থানা পুলিশের কনস্টেবল মো. শফিকুল ইসলাম (৫৫) মৃত্যুতে পরিবারের পাশ দাঁড়িয়ে মহানুভবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ওসি মোহাম্মদ শহীদ হোসেন।
জানা গেছে, শফিকুল ইসলাম ফরিদগঞ্জ থানায় যোগদানের পর ৩ মাস কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় আকর্ষিক ভাবে শফিকুল শরীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়। পরে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত পুলিশ কনস্টেবল মো. শফিকুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার শকিপুর গ্রামে।
পহেলা জানুয়ারী শুক্রবার নিহতের পরিবার কুলখানির আয়োজন করে, এ সংবাদে ফরিদগঞ্জ থেকে ১’শ ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওসি শহীদ হোসেন স্ব-শরীরে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সান্তনা দেয় এবং ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রতিবেদক:শিমুল হাছান,২ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur