ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ আইফা পাঠাগারের সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্বাধীনতার মাসে ফরিদগঞ্জের বিশিষ্ট শিল্পপতি সিআইপি মো. মোতাহার হোসেন পাটওয়ারীর প্রতিষ্ঠিত আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) পাঠাগারের উদ্যোগে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে সাহিত্য-সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন করেন আইফা পাঠাগারের সভাপতি আলহাজ¦ মকবুল আহমেদ বিএসসি।

প্রতিযোগিতায় ফরিদগঞ্জ পৌরসভা এবং এর আশপাশের ১৮ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতার মধ্যে শুরুতেই ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তিন বিভাগের প্রতিযোগিতার বিষয় ছিলো উড়ন্ত জাতীয় পতাকা, স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধ। এরপর শুরু হয় আবৃত্তি প্রতিযোগিতা। আবৃত্তি প্রতিযোগিতার পরপরই শুরু হয় হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা। তিন বিভাগের প্রতিযোগিতার বিষয় ছিলো-‘ক’ বিভাগরে ‘জাতীয় সংগীতের প্রথম ১০ লাইন’, ‘খ’ বিভাগের ‘রণ সংগীতের প্রথম ১৫ লাইন’ ও ‘গ’বিভাগরে ‘স্ব-স্ব প্রতিযোগীর বাংলা পাঠ্য বইয়ের যে কোনো গল্পের প্রথম ১০ বাক্য।

সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর দেড়া টা পর্যন্ত প্রতিযোগিতা চলে।

প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার নূরুল ইসলাম ফরহাদ। সার্বিক সহযোগিতায় ছিলেন আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের কর্মকর্তা মো.মহসিন খাঁন।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
:আপডেট, বাংলাদেশ সময় ০৯: ৩৭ পিএম, ২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share