ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধীকে টয়লেট করে দিলেন সাবেক মেয়র

ফরিদগঞ্জ পৌর এলাকার একজন অসহায় দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মো.আবু মুসার ব্যবহারের স্বার্থে পাকা সেনিটারি লেট্রিন করে উদারতার দৃষ্টান্ত দেখালেন পৌর বিএনপির সাবেক আহবায়ক পৌর সাবেক মেয়র মঞ্জিল হোসেন। সাবেক মেয়র মঞ্জিল হোসেনের নিজস্ব অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে ওই দৃষ্টিপ্রতিবন্ধীর বসত বাড়িতে।

খোঁজ নিয়ে জানা গেছে, দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মো.মুসা একজন কোরআনে হাফেজ। অর্থাভাবে নিজের ব্যবহারের জন্য একটি পাকা সেনিটারী লেট্রিন নির্মাণ করতে না পারায় তাকে চরম দুর্ভোগে পড়তে হয়। লোকমুখে এ খবর শুনে সাবেক মেয়র মঞ্জিল হোসেন প্রথমে আবু মুসার বাড়িতে গিয়ে ওই দৃষ্টি প্রতিবন্ধীর দুর্ভোগের সত্যতা জেনে এই লেট্রিন নির্মানের প্রতিশ্রুতি দেন। সেই মোতাবেক লেট্রিন নির্মান শেষে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ আবু মুসার হাতে পানির ট্যাং তুলে দেন।

এ নিয়ে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন বলেন, সত্যিকার অর্থে অসহায় মানুষের স্বার্থে সেবামূলক কাজ করতে পারলে নিজে আনন্দিত হই। যার ধারাবাহিকতা হিসেবে আমার রাজনীতির শুরু থেকে সব সময় অসহায় মানুষের স্বার্থে সেবামূলক কাজ করে আসছি ভবিষ্যতেও সাধ্যমতো করে যাবো।

প্রতিবেদক:শিমুল হাছান,৪ সেপেটম্বর ২০২০

Share