শীর্ষ সংবাদ

ফরিদগঞ্জে ব্যাহত হচ্ছে প্রাণি চিকিৎসা : ৬ কর্মকর্তার পদ শূন্য

লোকবল সংকটের কারণে ফরিদগঞ্জে প্রাণি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। প্রাণি সম্পদ অফিসের ১১টি পদের মধ্যে ভেটোনারি সার্জনসহ গুরুত্বপূর্ণ ৬টি পদ শূণ্য রয়েছে।

এতে প্রাণি সম্পদ অফিসের নিয়মিত কার্যক্রমও বাধাগ্রস্থ হচ্ছে। অপরদিকে সরকারিভাবে প্রাণি চিকিৎসা সেবা অপ্রতুল হওয়ায় অদক্ষ ও ভূয়া ডাক্তারদের প্রতারণার শিকার হচ্ছে পশু পাখি পালনাকরীরা।

উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে ভেটোনারি সার্জন (ভি.এস) পদটি শূণ্য রয়েছে। এছাড়া ভেটেনারি ফিল্ড এসিসটেন্ট (ভি.এফ.এ) ৩টি পদের মধ্যে দুটি, (ইউ.এল.এ) ১জন, এফ.এ.এ. আই ১ জন এর পদ দীর্ঘদিন ধরে শূণ্য পড়ে আছে। কম্পিউটার অপারেটর পদে থাকা ব্যক্তি ডেপুটিশনে ঢাকায় থাকায় এই পদে নতুন লোক নিয়োগ দেওয়া যাচ্ছে না।

প্রাণিসম্পদ কার্যালয়ের আসে পাশে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এদের বিরুদ্ধে নি¤œমানের ঔষুধসহ সরবরাহ সহ নানা অনিয়মের গুরুত্বর অভিযোগ উঠছে। বিশেষ করে গরুর প্রজনন ও চিকিৎসার জন্যে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতিময় ভৌমিক নিয়মিত অফিসে আসেন না বলে নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন এ প্রতিনিধিকে জানিয়েছেন।

তবে তিনি নিয়মিত অফিসে আসেন দাবি করে চাঁদপুর টাইমসকে বলেন, দাপ্তরিক কাজ নিয়েই মাঝে মধ্যে অফিসের বাহিরে ব্যস্ত থাকতে হয়। অতি জরুরি ভিত্তিতে প্রাণিসম্পদ কার্যালয়ে ভেটেনারী সার্জনসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেয়া প্রয়োজন। লোকবল সংকটের কারণে প্রাণিসম্পদ অফিসের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম মাহফুজুর রহমান চাঁদপুর টাইমসকে বলেন, প্রাণিসম্পদ অফিসের লোকবল দূরিকরণের জন্যে মাসিক সমন্বয় সভায় স্থানীয় এমপি মহোদয়কে অবহিত করা হয়েছে। লোকবল সংকট দূরিকরণের জন্যে জোর চেষ্টা চলছে। আশাকরি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ

Share