Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে পৃথক আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
10-no-pic1

ফরিদগঞ্জে পৃথক আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

ফরিদগঞ্জে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন।

বুধবার (১৫ আগস্ট) যথাযথ মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা, আলোচনা সভা, র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, গণভোজ, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. শামছুল হক ভূইয়া এমপি, উপজেলা আ’লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, ডা. মোস্তফা প্রমুখ।

১০নং গোবিন্দপুর ইউনিয়নে আয়োজিত শোক সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, পৌর সভার মেয়র মাহফুজুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. জসিম পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম তালুকদার, সংরক্ষিত মহিলা সদস্য জোবেদা মজুমদার খুশি প্রমুখ।

অপরদিকে পৌর শহরের ডাক বাংলায় আয়োজিত শোক সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি পুত্র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. জাহিদুল ইসলাম রোমান, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, পৌরসভার প্যানেল মেয়র খলিলুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সবুজ, নূরের রহমান সুমন, মনির হোসেন প্রমুখ।

এছাড়াও পৌরসভা মাঠে আয়োজিত শোক সভায় বক্তব্য রাখেন, পৌর আলীগের সাধারণ সম্পাদক মেয়র মাহফুজুল হক, সাবেক এমপি পুত্র ও আ’লীগ নেতা আমির আজম রেজা, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুন-অর রশিদ সাগর, পৌর আ’লীগের সভাপতি মোতাহের হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন প্রমুখ।

এছাড়া উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগনের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিভিন্ন এলাকায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ

Leave a Reply