Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে করোনা উপসর্গে আরো দুজনের মৃত্যু
Dead-Body
প্রতীকী ছবি

ফরিদগঞ্জে করোনা উপসর্গে আরো দুজনের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে আরো দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী।

আশরাফ আহমেদ চৌধুরী জানান, ওই দুজনের মধ্যে গত রোববার রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের সিংহেরবাড়ির বাবুল মিয়া (৫৫) নামে একজন করোনা উপসর্গ শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মৃত্যুবরণ করেন।

২৬ মে মঙ্গলবার রাতে উপজেলার ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল কাশেম (৬৫) নামের আরেক ব্যক্তি করোনা উপসর্গ শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মৃত্যু বরণ করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ তাঁদের দুজনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ১২৬ জনের নমুনা সংগ্রহ করে। এর মধ্যে ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী আরও বলেন, ‘এ পর্যন্ত নমুনা পরীক্ষায় যাঁদের পজিটিভ এসেছে, তাঁদের আমরা আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দিয়েছি।’

ফরিদগঞ্জ করেসপন্ডে, ২৭ মে ২০২০