কুমিল্লা বরুড়ায় প্রবাসী সোলেমানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ নিহতের পরিবার। নিহত সোলেমান (৩৫) বরুড়া আমড়াতলী সাতবাড়িয়া মিস্ত্রি বাড়ির মোসলেম মিস্ত্রীর ছেলে। ভাবী ও তার ভাই টাকার জন্য স্বামীকে হত্যা করেছে পুলিশ হত্যাকারীদের আড়াঁল করে ঘটনাটি অন্য খাতে নেয়ার চেষ্টা করছে এমনটাই অভিযোগ স্ত্রী আখিঁর।
স্থানীয়রা বলছে দীর্ঘ ৮বছর সৌদি আরব থেকে ছুটিতে ৬মাসের জন্য দেশে আসে সোলেমান। ১৩দিনের এক শিশু সন্তান তারঁ
কুমিল্লা বরুড়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, পরকিয়া প্রেম এবং টাকা পয়সা দেনা-পাওনা নিয়ে পারিবারিক কলহের জের ধরে আতœহত্যা করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসনপাতাল মর্গে প্রেরণ করেছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur