Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর ভরাট
আদালতের

ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর ভরাট

ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালি দিয়ে পুকুর ভরাট করার অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া এলাকার আব্দুর রব মাষ্টারের ক্রয়কৃত পুকুরে একই বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আবু সুফিয়ান জোরপূর্বক বালি পেলে ভরাট করার সময় বাঁধা দিলেও তা অমান্য করায় আব্দুর রব মাষ্টার বিজ্ঞ আদালতের স্বরনাপন্ন হয়।

১৬ নভেম্বর সোমবার বিজ্ঞ আদালত উক্ত সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দিলেও তা অমান্য করে জোর পূর্বক বালি দিয়ে পুকুর ভরাট করতে থাকে।

এ বিষয়ে আবু সুফিয়ান জানান, আদালতের নিষেধাজ্ঞা পেয়েছি। আমি উকিলের সাথে আলোচনা করেছি এবং উকিল বলেছে ১৫ দিনের মধ্যে কাজ শেষ করে আদালতের স্বরনাপন্ন হওয়ার জন্য।

তিনি আরো বলেন, আমার ক্রয় করা ও পৈত্রিক সম্পত্তিতে বালি দিয়ে ভরাট করছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি জানান, আমরা এ বিষয়ে একাধিকবার স্থানীয় ভাবে বসেছি। সর্বশেষ এলাকার গন্যমান্যদেরকে নিয়ে মাপ জরিপের সময় আবু সুফিয়ান গ্রামের শালিশদের অমান্য করে চলে যায়।

প্রতিবেদকঃ শিমুল হাছান, ১৬ নভেম্বর ২০২১