Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে অবৈধ দোকান ঘর উচ্ছেদ
দোকান

ফরিদগঞ্জে অবৈধ দোকান ঘর উচ্ছেদ

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি জায়গায় অবৈধ ভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

১ আগষ্ট মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার সাফুয়া এলাকায় সরকারি রাস্তার সম্পত্তি দখল করে দোকান ঘর নির্মাণ করায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানাযায়, সাফুয়া মৌজার জয়গঞ্জ গুদারা ঘাটের প্রবেশ মুখে সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে দোকানের মালিককে দোকান সরানোর জন্য নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে তা না সরানোর হলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এবং পৌর ভূমি সহকারী কর্মকর্তা ফরিদুল ইসলামের উপস্থিতিতে তা উচ্ছেদ করে দখল মুক্ত করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার জানান, সাফুয়া এলাকায় সাবেক কাউন্সিলর মজিবুর রহমান সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করায়, উনাকে দোকানটি সরানোর জন্য নির্দেশ দেওয়ার পর না সরানোর কারনে আজ তা উচ্ছেদ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর ভূমি সহকারী কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী, অফিস সহায়ক হান্নান, সাখাওয়াত।

প্রতিবেদক: শিমুল হাছান, ১ আগস্ট ২০২৩