Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদকে’ ভূষিত ফরিদগঞ্জের কৃতি সন্তান মর্তুজা
Mortuza

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদকে’ ভূষিত ফরিদগঞ্জের কৃতি সন্তান মর্তুজা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান  মর্তুজা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ গ্রহণ করেছেন।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এর EEE Faculty তে ২০১৬ শিক্ষাবর্ষে প্রথম স্থান অধিকার করায় তাকে এ পদক দেয়া হয়।

রোববার ২৫ ফেব্রæয়ারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে দেশের ২৬৫জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়।

দেশের ২৬৫জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে চাঁদপুর জেলার মেধাবী শিক্ষার্থী হিসেবে মর্তুজা ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক গ্রহণ করেছেন।

ফরিদগঞ্জের মর্তুজা ছাড়াও চাঁদপুরে মতলব উত্তর উপজেলার জেনিফার ও চাঁদপুর সদরের নজরুল ইসলাম একই অনুষ্ঠান থেকে এ পদক গ্রহণ করেন।

সে ২০১৬ সালে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স ও ইজ্ঞিনিয়ারিং বিভাগে প্রথম স্থান অর্জন করায় এই পদক পেলো।

উপজেলার পূর্ব কাউনিয়া গ্রামের কৃতি সন্তান মর্তুজার বাবা মৃত আলী হোসেন ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা এবং মা সালেহা বেগম গৃহিনী।

 

প্রেস বিজ্ঞপ্তি