মতলব উত্তর

আজ মতলব উত্তর বিএনপির সাবেক সভাপতি ফটিকের প্রথম মৃত্যুবার্ষিকী

আজ ২৬ জানুয়ারি রোববার চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এহসানুল হক ফটিকের প্রথম মৃত্যুবার্ষিকী।

গেলো বছরের এ দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মতলব উত্তর পুলিশের দায়ের করা একাধিক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। প্রায় ১ মাস কারাভোগের পর গত ২১ জানুয়ারি মুক্তি পান এবং ২৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

এহসানুল হক ফটিক জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা ছিলেন। তাঁর পিতা গোলাম হোসেন চৌধুরী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আস্থাভাজন হিসেবে মতলব থেকে ১৯৭৯ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

এছাড়া কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি তাঁর রাজনৈতিক বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেন।

এদিকে তার প্রথম মৃত্যুবার্ষিকী পালনে পরিবারের পক্ষ থেকে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি, ২৬ জানুয়ারি ২০২০

Share