চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব গণমাধ্যম দিবসে বুধবার (০৩ মে) অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অর্ন্তভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ এই প্রতিপাদ্য নিয়ে এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
মতলব দক্ষিণ প্রেসক্লবের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু সায়েম মাস্টার, সহ-সভাপতি খোরশেদ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ রায়, প্রচার সম্পাদক জিএম কাদির, ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান খান, সাধারণ সদস্য কাজী নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশে জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপি গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্থক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্থ ও জীবন দানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী সাংবাদিক সংগঠনগুলো দিবসটি পালন করে থাকে।
প্রেস বিজ্ঞপ্তি
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৫০ পিএম, ৩ মে ২০১৭, বুধবার
এইউ