চাঁদপুরে পার্কে ঘুরতে গিয়ে প্রেমিকের ছুরিকাঘাতে দীপা রাণী মাঝী নামের এক প্রেমিকা রক্তাক্ত জখম হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছুরিকাঘাতে প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন দীপা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শরীরের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের আশাংকায় দেড়ঘন্টার অপারেশনেও তার শরীর থেকে ছোরা বের করা সম্ভব হয়নি। ২ মার্চ সোমবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ফাইভ স্টার পার্কে এ ঘটনা ঘটে। আরো পড়ুন- ফাইভস্টার শিশু পার্ক থেকে ১৪ যুবক-যুবতী আটক
আহত দীপা রাণী চাঁদপুরের হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের জগ্গেশর মাঝির মেয়ে। ঘটনার পর স্থানীয় লোকজন প্রেমিক যুবক দীপুকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশে সোর্পদ করেছে।
হাসপাতালের বেডে অস্পষ্ট স্বরে দীপা চাঁদপুর টাইমস প্রতিবেদককে জানায়, রায়পুর জেলার তার মামার বাড়ি ক্যাম্পেরহাট এলাকার দীপু মজুমদার নামের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। গেলো ক’দিন আগে পারিবারিকভাবে দীপার অনত্র বিয়ে ঠিক হয়ে যায়। তারই সূত্র ধরে ঘটনার দিন সকালে দীপু মজুমদার দীপাকে নিয়ে চাঁদপুর সদর উপজেলার ফাইভ স্টার পার্কে ডেকে নেন। দীপা জানায়, তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার কারনে দীপু মজুমদার রাগে ক্ষোভে তার পেটে এবং মাথায় ছুরিকাঘাত করে।
প্রত্যক্ষদর্শী যুবক সাগর চাঁদপুর টাইমসকে জানায়, ‘ঘটনার সময় আমরা বন্ধুরা মিলে পার্কে বসে ছিলাম। হঠাৎ চিৎকারের শব্দ শুনে দেখি এক দীপার সাথে থাকা যুবক তাকে মাথায় এবং শরীরে আঘাত করে পেটে ছুরি ঢুকিয়ে দিচ্ছে এবং যুবকের পুরো শরীরের পোষাক রক্তে ভিজে আছে । এসময় আমরা দৌড়ে গিয়ে ওই যুবককে আঘাত করে দীপাকে রক্ষা করে হাসপাতালে নিয়ে আসি।’
এদিকে হাসপাতাল সূত্রে জানাযায়, কোন এক যুবক দীপাকে রক্তাক্ত জখম ও আহত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। স্বশরীরে দেখাযায়, দীপার পেটের ডান পাশে একটি ছোট্ট ছুরি বিঁধে আছে। প্রাথমিকভাবে জরুরি বিভাগের চিকিৎসক তা খুলতে না পারায় তাৎক্ষণিক তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. রফিকুল হাসান ফয়সাল প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ও ছুরিটি বের করতে সক্ষম হননি। পরে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন পুলিশ সদস্যরাসহ হাসপাতালে ছুটে যান।
ডা. রফিকুল হাসান ফয়সাল চাঁদপুর টাইমসকে জানান, ‘তার শরীরের বিভিন্নস্থানে মারাক্তক জখম রয়েছে। যার কারণে তার প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। আমি তাৎক্ষনিক হাসপাতালের এক মেডিকেল এ্যাসিন্টেন্টের কাছে থেকে এক ব্যাগ রক্ত দিয়েছি। তার শরীরের অন্যান্য জখমের চিকিৎসাসেবা দিতে পারলেও ছুরিটি তার ফুসফুসে প্রবেশ করায়য় তা বের করতে সক্ষম হইনি। তিনি জানান, ছুরিটি বের করতে গেলে তার শরীরের ভেতরে প্রচণ্ড রক্তক্ষরণ হবে, যা আমাদের এখানে বন্ধ করা সম্ভব হবে না । সেজন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।’ আরো পড়ুন- চাঁদপুর ফাইভস্টার শিশু পার্কে প্রকাশ্যে যুবক-যুবতীদের অশ্লীলতা
প্রতিবেদক : কবির হোসেন মিজি, ২ মার্চ ২০২০