Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ৪ ইউনিয়নে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
election

হাইমচরে ৪ ইউনিয়নে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

হাইমচর উপজেলার ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২০ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় হাইমচর উপজেলা পরিষদ সম্মেলন কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শাহজান মামুন, নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার উপস্থিতিতে হাইমচর, নীলকমল, আলগী উত্তর ও দক্ষিণে চার ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসনের প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় নিজ নিজ ইউনিয়ন পরিষদের স্ব-স্ব প্রার্থীদের সঙ্গে তাদের সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামি ৫ জানুয়ারী ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হবে। আর এই ভোট গ্রহণকে সামনে রেখে এ চার ইউনিয়ন পরিষদের ভোটারদের মধ্যে বিভিন্ন আলোচনা ও কৌতুহলের শেষ নেই।

১৯ ডিসেম্বর ছিল মনোয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে চার ইউনিয়ন পরিষদের ৩ জন চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে ৫নং হাইমচর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী শাহাদাৎ সরকার, আলগী দক্ষিণে হুমায়ুন পাটওয়ারী, উত্তরে মোঃ ইসমাইল হোসেন আখন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এছাড়া নীলকমল ইউনিয়নে ১নং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য শাহাজাদী বেগম ও ২নং সংরক্ষিত ওয়ার্ডে আছিয়া বেগম ও হাইমচর ইউনিয়নের সাধারণ সদস্য মোঃ তাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতা নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা শাহজাহান মামুন জানান, চারটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ৩৬ জন, সাধারণ আসনে ১২০ জন প্রার্থী রয়েছেন। সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ শেষ হয়েছে। প্রতিক বরাদ্দের পূর্বে প্রার্থীদের মাঝে নির্বাচনি আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ে অবহিত করা হয়।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ২০ ডিসেম্বর ২০২১