Home / চাঁদপুর / চাঁদপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু
book

চাঁদপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু

চাঁদপুরের ৮ উপজেলায় সব প্রাথমিক শিক্ষার ২০২২ শিক্ষাবর্ষে ১৩ লাখ ৮৫ হাজার ৯শ ২৮ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে শিক্ষা অধিদপ্তরে। ইতোমধ্যেই ওই সব বইয়ের জেলা ও উপজেলায় এসে পৌঁছানো শুরু হয়েছে এবং স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ উদ্যোগ নেয়া হয়েছে।

৯৮ ভাগ বই ইতোমধ্যেই স্ব স্ব উপজেলায় এসে পৌঁছে গেছে। তবে প্রাক-প্রাথমিক শিশুদের বই খুব শীঘ্রই এসে পৌঁছবে।

১৯ ডিসেম্বর থেকে চাঁদপুরে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এ বই বিতরণ শুরু হয়েছে। সদরের উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল হাই ২০ ডিসেম্বর দুপুরে এ তথ্য দেন।

প্রাপ্ত তথ্য মতে,চাঁদপুরে জেলা প্রাথমিক শিক্ষার ২০২২ শিক্ষাবর্ষে ১৩ লাখ ৮৫ হাজার ৯ শ’২৮ কপি বই বরাদ্দ চাওয়া হয়েছে ।

এ পর্যন্ত এ চাহিদার ৯৮ ভাগ বই চাঁদপুরের সকল উপজেলায় এসে পৌঁছে গেছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ৯৮ % ডিসেম্বর দুপুরে এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্য মতে,চাঁদপুর জেলার ১ হাজার ১শ’১১টি সরকারি প্রাথমিক ও ৬শ’১০ টি কিন্ডার গার্টেন প্রতিষ্ঠানের ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ওই বই বরাদ্দ চাওয়া হয়েছে।

এতে জেলায় বার্ষিক প্রতি উপজেলায় স্ব স্ব ক্যাচম্যান এলাকার সংশ্লিষ্ট শিক্ষক কর্তৃক জরিপের ভিত্তিতে সম্ভাব্য শিক্ষার্থী সংখ্যা ৩ লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে।

বরাদ্দ চাওয়া বইয়ের চাহিদা মতে সদরে পাওয়া গেছে–২ লাখ ৮০ হাজার ২শ কপি, কচুয়ায় ১ লাখ ৯২ হাজার ৭শ ৬৮ কপি, হাজীগঞ্জে ১ লাখ ৯১ হাজার ১শ কপি,হাইমচরে ৭৭ হাজার ১শ কপি,শাহরাস্তিতে ১ লাখ ৩৫ হাজার ৬শ কপি,ফরিদগঞ্জে ২ লাখ ১ হাজার ৮১ কপি,মতলব দক্ষিণে ১ লাখ ৩৩ হাজার ৬ শ ৫০ কপি ও মতলব উত্তরে ১ লাখ ৬৪ হাজার ৪শ ২৯ কপি ।
Book

বই উৎসব ২০২২ সালের ১ জানুয়ারি শনিবার যথারীতিই অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

চাঁদপুরে ৪৮টি কলেজ,২শ ৮৫টি সরকারি মাধ্যমিক,২শ ৬০টি মাদ্রাসা,১ হাজার ১শ ১১টি সরকারি প্রাথমিক,৪ শতাধিক এবতাদায়ি ও ৬শ ১০টি কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠান রয়েছে ।

আবদুল গনি ,
২১ ডিসেম্বর ২০২১