Home / আন্তর্জাতিক / প্রবাসীদের ৭ শ কোটি টাকা ঋণ দেবে সরকার
tK.....
প্রতীকী ছবি

প্রবাসীদের ৭ শ কোটি টাকা ঋণ দেবে সরকার

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট সংকটে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। ইতোমধ্যে তাদের অনেকেই দেশে ফিরে এসেছেন। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত এসব প্রবাসীর সহায়তায় ৭ শ কোটি টাকা ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার ১৮ জুন ব্র্যাক আয়োজিত ভার্চুয়াল একটি অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন। এদিন বিদেশ ফেরত ৭ হাজার ২৫০ জন প্রবাসীকে নগদ ৩ কোটি টাকা অর্থ সহায়তা করে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে নিরলসভাবে সরকার কাজ করে যাচ্ছে। চলমান এ সংকট নিরসনে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। আজ যেমন ব্র্যাক তিন কোটি টাকা নগদ অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। এভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, এ মুহূর্তে সরাসরি কাজে লাগতে পারে এমন দৃশ্যমান কোনো সহায়তা দরকার। সেজন্য ইতোমধ্যে প্রবাসীদের সহায়তায় ৭০০ কোটি টাকা ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বার্তা কক্ষ , ২০ জুন ২০২০
এজি