Home / চাঁদপুর / চাঁদপুরে প্রচলিত কয়েকটি প্রবাদ-প্রবচন
প্রবাদ-প্রবচন

চাঁদপুরে প্রচলিত কয়েকটি প্রবাদ-প্রবচন

১. জাগিয়া না করে রাও/হগল কতার বুঝে ভাও।
২. ছেলে নষ্ট হাটে, ঝি নষ্ট চাটে/ বৌ নষ্ট পড়শিবাড়ির ঘাটে।
৩. গরুরে দিও না ভালা ঘাস/ বউরে দিও না পরবাস।
৪. যার লাগি নাই/মেজবানির বাইতও নাই।
৫. সুন্দরী পায় না বর/ ঘরণী পায় না ঘর।
৬. মেয়ে বিয়ে দেও ভাতে/ছেলে বিয়ে করাও জাতে।
৭. হস মাডিতে বিলাই খামসায়/টাইড মাডিতে শাবলও ডরায়।
৮. একে তো নাচুইন্না বুড়ি/আরও দিসে ঢোলে বাড়ি।
৯. পিঠা বলো, বিড়া বলো, ভাতের সমান নয়/ চাচি বলো জেঠি বলো মায়ের সমান নয়।
১০. বাপে পুতে ডাইকা ভাই/কোনো রকম দিন কাটাই।