Home / জাতীয় / রাজনীতি / ‘প্রধানমন্ত্রী আমার ভোট বাড়িয়েছেন’
Fakhrul

‘প্রধানমন্ত্রী আমার ভোট বাড়িয়েছেন’

প্রধানমন্ত্রীর জন্য মিষ্টি পাঠাতে চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরুর আগে গণমাধ্যমের সামনে এসে হাস্যোজ্জ্বল বিএনপি মহাসচিব এমন আগ্রহের কথা জানান।

সাংবাদিকদের দিকে তাকিয়ে হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি কি মিষ্টি পাঠাব উনার (প্রধানমন্ত্রী) কাছে। তিনি আমার অনেক উপকার করেছেন। ভোট অনেক বাড়িয়ে দিয়েছেন।’ এ সময় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘উনাকে (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ছাড়া আমরা যারা আছি ঈর্ষান্বিত। এভাবে উনাকে স্পন্সর করবেন দেশের প্রধানমন্ত্রী।’ আমীর খসরু মাহমুদ চৌধুরী হাসতে হাসতে বলেন, ‘আন্ডারহান্ড ডিলিং আছে কিন্তু’। মির্জা ফখরুল আরো বলেন, ‘কাল আমি বলছিলাম যে, এটার (প্রধানমন্ত্রীর বক্তব্যের) আমি প্রতিক্রিয়া দিতে চাই না। এটা হলো স্বভাব।’ আমীর খসরু বলেন, ‘উনি কিছু বললে তো প্রতিক্রিয়া দেবেন। গালি-গালাজের কোনো প্রতিক্রিয়া নেই।’ এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি মহাসচিবের ভোট বেড়েছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্টের এক আলোচনা সভায় তিনি বলেন, ‘ঠাকুরগাঁও আমাদের মহাসচিবের নির্বাচনী এলাকা। প্রধানমন্ত্রী যে ভাষায় আমাদের মহাসচিবের সমালোচনা করেছেন— তিনি (মহাসচিব) নাকি মিথ্যা কথা বলেন। এতে একটা লাভ হয়েছে— আমাদের মহাসচিবের ভোট অনেক বেড়ে গেছে। আপনি এগুলো করতেই থাকেন।’

সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘আমার বিরুদ্ধে ৬ বার সংসদে আক্রমণ করেছেন। আমরা কি আপনার সমতুল্য? আপনি হলেন প্রধানমন্ত্রী। আসলে উনি জানেন, উনি জনগণের ভোটে নির্বাচিত হননি। যার কারণে উনার মনে ওই দুর্বলতাটা রয়ে গেছে। যার জন্য উনি আমাদের মহাসচিবকে সমতুল্য মনে করছেন বা আমাদের মতো ক্ষুদ্র মানুষকে সমতুল্য মনে করছেন। সে জন্য আমি ঈর্ষান্বিত যে, আমাদের মহাসচিবের ভোট এত বেড়ে গেল প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে। আমরা চাই যে, উনি রোজ রোজ এভাবে বক্তব্য দিন, যাতে আমাদের ভোট বাড়ে।’

তিনি বলেন, ‘মিথ্যাচার কাকে বলে এটা বাংলাদেশে না আসলে কেউ বুঝবে না। মিথ্যা দেশের সর্বোচ্চ লেভেলে এমনকি জুডিশিয়ারিতেও এখন মিথ্যাচার স্থান পেয়ে গেছে। মিথ্যাকে সত্য বলা হচ্ছে, সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। যেটা সঠিক নয়।’

সংগঠনের সভাপতি ও এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদি প্রমুখ বক্তৃতা করেন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২: ৫৫ পি.এম ৩১মার্চ,২০১৮শনিবার
কে এইচ