Home / চাঁদপুর / চাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় প্রধানমন্ত্রী প্রটোকলের গাড়ি উদ্ধার
চাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় প্রধানমন্ত্রী প্রটোকলের গাড়ি উদ্ধার

চাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় প্রধানমন্ত্রী প্রটোকলের গাড়ি উদ্ধার

চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা খাজা আহমেদ নগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সোমবার (৩ জুলাই) বিকেলে একটি পাজারু গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৩-২০৯০) উদ্ধার করেছে পুলিশ। একটি সূত্র থেকে জানা যায়, উদ্ধারকৃত গাড়িটি প্রধানমন্ত্রীর সাথ সফরকারী প্রটোকলের গাড়ি।

ওই সূত্র জানায়, শনিবার (১ জুলাই) ঢাকার সাভার এলাকা থেকে প্রধানমন্ত্রীর প্রটোকলের পাজারু গাড়ি ছিনতাই করে চাঁদপুরে নিয়ে আসা হয়। ছিনতাইচক্র গাড়িটি চাঁদপুর হয়ে কোথাও নিয়ে যাওয়ার সময় শহরের গাছতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেলে ছিনতাইকারিরা গাড়িটি সেখানে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে সোমবার (৩ জুলাই) বিকেলে চাঁদপুর মডেল থানা পুলিশের এএসআই পলাশ বড়ুয়া গাড়িটি উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।

তিনি জানান, গাড়িটি প্রধানমন্ত্রীর পটোকল দেয় কিনা তা আমরা নিশ্চিত নই। তবে এ বিষয়ে সকল থানায় সংবাদ পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, গাড়ীটির আনুমানিক মূল্য প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা।

প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ১৩ পিএম, ৩ জুলাই ২০১৭, সোমবার strong>
এইউ

Leave a Reply