Home / বিশেষ সংবাদ / প্রধানমন্ত্রীকে ৩১টি রোজা রাখতে হয়েছে
প্রধানমন্ত্রীকে ৩১টি রোজা রাখতে হয়েছে

প্রধানমন্ত্রীকে ৩১টি রোজা রাখতে হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার পবিত্র রমজান মাসে ৩১টি রোজা রাখতে হয়েছে। সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে থাকায় গত ৬ জুন থেকে রোজা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা যায় ৬ জুন আর রোজা শুরু হয় ৭ জুন থেকে। সে হিসেব অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে অতিরিক্ত একটি রোজা রেখেই দেশে ফেরেন ৭ জুন।

মঙ্গলবার (৫ জুলাই) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বৃহস্পতিবার (৭ জুলাই)। আর সে হিসেবে ৬ জুলাইয়ের দিনসহ প্রধানমন্ত্রীর মোট রোজার সংখ্যা দাঁড়াবে ৩১টি।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী যেখানেই থাকেন ধর্ম পালন করেন। সে অনুযায়ী সৌদি সফর থাকাকালেই তিনি রোজা শুরু করেছেন।

প্রসঙ্গত, গত ৩ জুন থেকে ৭ জুন রাষ্ট্রীয় কাজে প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পবিত্র ওমরাহ পালন করেন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ এএম, ৯ জুলাই ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply